কসবা উপজেলা শতভাগ বিদ্যুতায়ন
কসবা প্রতিনিধি:: বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভিডিও কনফারেসিং এর মাধ্যমে বৃহম্পতিবার সকালে ১০৬টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন এর শুভ উদ্বোধন করেন।
এ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে এক প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া,আইনমন্ত্রীর এপিএস এড.রাশেদুল কাওছার ভুইয়া জীবন,উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম,কসবা পৌর মেয়র মো: এমান উদ্দিন জুয়েল,কসবা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আবু তাহের সামছুউদ্দিন,,কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী,কাজী আজহারূ ইসলাম,কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,সহকারী কমিশনার ভূমি জোবাইদা আক্তার,কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মনির হোসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন প্রমুখ। এই সময় প্রশাসন,জনপ্রতিনিধি ও বিদ্যুৎ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। উপজেলা চত্বরে কসবা উপজেলা শতভাগ বিদ্যুতায়ন ফলক উম্মোচন করা হয়। পরিশেষে বিশেষ মোনাজাত করা হয়।