কসবায় বেঁদে পল্লীতে ত্রাণ দিলেন মেয়র ও উপজেলা ভাইস চেয়ারম্যান
কসবা প্রতিনিধি:: কসবায় কেউ না খেয়ে থাকবে না আইনমন্ত্রীর এই শ্লোগানকে বাস্তবায়ন করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি চৌমুহনীর বেঁদে পল্লীতে আজ শুক্রবার সকালে পল্লীর গৃহবন্দি প্রায় ২৬ টি দরীদ্র বেঁদে পরিবারের মাঝে নিজ হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ঘরে ঘরে গিয়ে কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল ও কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন।
কসবা পৌর মেয়র ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জানান, সাংবাদিকরা সংবাদ প্রচার করায় তারা জানতে পারেন, করোনা প্রকোপে গৃহবন্দি দরীদ্র বেঁদে পরিবার গুলো সংসার চালাতে হিমশিম খাচ্ছিলো ।
আইনমন্ত্রীর শ্লোগানকে বাস্তবায়ন করতে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে আজ কুটি চৌমুহনী বেঁদে পল্লীর ঘরে ঘরে বিতরণ করেছি।
এসময় উপস্থিত ছিলেন, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী, কসবা টিআলী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সায়মুন চৌধুরী,কসবা পৌর ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জাবেদ চৌধুরী প্রমুখ।
« নবীনগরে করোনা সন্দেহে বৃদ্ধা শাশুড়িকে ঢাকা থেকে এনে রাস্তায় ফেলে চলে যায় পুত্রবধু (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নাসিরনগরে সামাজিক দূরত্ব না মেনেই চলছে প্রতিদিনের বাজার »