কসবায় আন্তজেলা ডাকাত ভূয়া মেজর রাশেদ পাইপগান সহ গ্রেফতার
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ গোপন সংবাদের ভিওিতে গুরুহিত এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে জাহাঙ্গীর আলম রাশেদ (ভূয়া মেজর) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পু্লিশ।
সোমবার দিবাগত গভীর রাতে কসবা পৌর এলাকার গুরুহিত এলাকায় ডাকাতি করার প্রস্তুতির সংবাদ পেয়ে অভিযান চালান পুলিশ।
পুলিশেন উপস্থিতি টের পেয়ে সঙ্গীয় ৫/৬ জন ডাকাত পালিয়ে গেলেও ডাকাতের সদলের সর্দার আন্তজেলা ডাকাত পুলিশের জালে আটক হয়।
আজ মঙ্গলবার দুপুরে কসবা থানা ইনচার্জ চলতি দায়িত্ব (তদন্ত) আসাদুল ইসলাম টেলিভিশন সাংবাদিকদেরকে জানান,আটককৃত জাহাঙ্গীর আলম রাশেদ প্রকাশ ভূয়া মেজর আন্তর্জেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে দ্রত বিচার ও ডাকাতি সহ মোট ১৪টি মামলা রয়েছে।
তার কাছ থেকে দেশীয় পাইপ গান,দা,ছুড়ি উদ্ধার করা হয়েছে।
আটককৃত জাহাঙ্গীর আলম রাশেদ (৪৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা বিনউটি ইউপির আদ্রা(অন্তপুর) গ্রামের হাজী তবদিল হোসেনের পুত্র। এলাকায় ভূয়া মেজর হিসেবে সুপরিচিত।
তার বিরুদ্ধে কসবা থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে বলে তিনি জানান।
« নবীনগরে বিবস্ত্র করে শিক্ষক পেটানোর ঘটনার আসামিরা ধরা ছোয়ার বাইরে (পূর্বের সংবাদ)