Main Menu

কসবায় মেধা বৃত্তি, প্রতিবন্ধি ও বয়স্কদের সম্মাননা ভাতা প্রদান

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রতিবন্ধী, বয়স্কদের উপহার ও গরীব মেধাবীদের মেধাবৃত্তি প্রদান করেছে লেশিয়ারা-বাইসার শিক্ষা কল্যান সংস্থা নামে একটি সামাজিক সংগঠন। শনিবার বিকেলে উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা বাজারে সংগঠনের পক্ষ থেকে এসব উপহার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সব মিলিয়ে প্রায় দু’শ জনকে বিভিন্ন ধরনের উপহার দেয়া হয়। এদের মধ্যে ৭৫ জন প্রতিবন্ধী, ৪০ জন ষাটোর্ধ বয়স্ক নারী-পুরুষকে নগদ আর্থিক সহায়তা, ৪৫ জন শিক্ষার্থীকে মেধা বৃত্তি ও বাকি প্রায় ৪০ জন দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থসহ শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা পূবালী ব্যাংকের এজিএম মোঃ ইব্রাহিম চৌধুরী। প্রধান মেহমান ছিলেন কুটি ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক আলহাজ্ব দেলোয়ার হোসেন ছোটন। প্রধান আকর্ষণ ছিলেন কিং অব কসবা ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাকির হোসেন, লেশিয়ারা কেন্দ্রীয় কবরস্থান সাধারন সম্পাদক ইউপি সদস্য মোঃ হাফিজুর রহমান ও কুটি ইউনিয়ন জামায়াতে ইসলামী সাধারন সম্পাদক কবির আহামেদ।
বিশেষ অতিথি ছিলেন কুটি ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ মিজান মিয়া, কুটি ইউনিয়ন যুবদল আহ্বায়ক মোঃ: মামুন চৌধুরী, কসবা উপজেলা ছাত্রদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম ইমু, কুটি বাজার বিশিষ্ট ব্যবসায়ী আকতার হামিদ চৌধুরী কমল, লেশিয়ারা কেন্দ্রীয় ঈদগাহ সভাপতি আবুল আহসান ওহাব, সাধারণ সম্পাদক মোঃ কামাল চৌধুরী, লেশিয়ারা আলিফ লাম মিম কেন্দ্রীয় কবরস্থান সভাপতি মোঃ আওলাদ হোসেন সাগর। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, মোঃ আলমগীর হোসেন, হাজী সিরাজুল ইসলাম, বিল্লাল হোসেন পোদ্দার,মোঃ নাজমুল হাসান, সোহাগ রানা, রেজাউল করিম, মো: জীবন আহমেদ, মোঃ আরিফুল ইসলাম মামুন, হাজী নাসির উদ্দীন, মোঃ আবুল হাসান, মোঃ সামছুজ্জামান বাবু, আলী আশরাফ ভুইয়া বাবুল, মোঃ জমির হোসেন, লিটন তৌসিফ, সাগর চৌধুরী, মোঃ সাজ্জাদ হোসেন, নুর আলম চৌধুরী, মাসুদুর রহমান, আশরাফুল ইসলাম রনি, ইকবাল হোসেন খান, আমজাদ হোসেন মোস্তাকিম, জহির আল ইসলাম ও মোঃ হৃদয় মাহমুদ প্রমুখ।
জাকির হোসেন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় আক্তার চৌধুরীর সঞ্চালনায় আক্তার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, কুটি বাজার বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন, কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক কবি লোকমান হোসেন পলা, কবি সাজ্জাদ হোসেন জামাল, কবি মামুন চৌধুরী ও কবি রবিউল আলম মুকুল।
পরে অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে চারজন কবিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন অতিথিগন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক, সাংবাদিকসহ এলাকার বিভিন্ন শ্রেনী- পেশার মানুষ উপস্থিত ছিলেন।