করোনা ভাইরাস আতস্কে কসবা বর্ডার বাজার অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা




করোনাভাইস বিষয়ে দুই দেশে জেলা প্রশাসক পর্যায়ে সভায় এই সিদান্ত গৃহিত হয় বলে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম ব্রাহ্মণবাড়িয়া২৪ডটকমকে কে আজ ১৩ মার্চ সন্ধ্যায় জানান।স্থানীয় জনগণ কসবার বর্ডার বাজার বন্ধ ঘোষণার বিষয়টি ক্রেতাদের সুবিধার্থে প্রশাসনিক,জনপ্রতিনিধিসহ মিডিয়ার মাধ্যমে প্রচারের সহযোগিতা চেয়েছেন উপজেলা প্রশাসন।কসবার বর্ডার বাজার দিয়ে ক্রেতাদের বাজারে ক্রয়সহ বেচা কিনা বন্ধ করে দিয়েছে ভারত বায়লাদেশ কর্তৃপক্ষ।তাই আগামী রোববার ১৫মার্চ থেকে কসবা বর্ডার বাজার অনিদিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কসবা উপজেলা নির্বাহী অফিসার আরও বলেন, ‘হাট ব্যবস্থাপনা কমিটির বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, হাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। পরিবেশ স্বাভাবিক হলে আবারও দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সীমান্ত হাট খুলে দেওয়া হবে।’
« সরাইল প্রেসক্লাবের প্রতিবাদ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আখাউড়ায় মাদকসহ পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা সদস্য আটক »