নাসিরনগরে হামলার ঘটনা উšে§াচনে অনেকটা এগিয়েছে। দ্রুত এ ঘটনার রহস্য উšে§াচন হবে
আখাউড়ায় স্বামীর পাশবিক নির্যাতন:: হাসপাতালে কাতরাচ্ছেন গৃহবধূ
ডেস্ক ২৪:: যৌতুকের টাকা না দেয়ায় ৩ সন্তানের জননী বিলকিছ বেগম (৩৬) স্বামীর বর্বর নির্যাতনের শিকার হয়েছে। গুরুতর অসুস্থ ওই গৃহবধূ গত ৬ দিন ধরে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রণায় কাতরাচ্ছেন। ওই গৃহবধূ স্বামীর নির্মম নির্যাতনের প্রতিকার চেয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কাছে একটি অভিযোগ দিয়েছেন। গত ২৪ নভেম্বর আখাউড়া উপজেলার পার্শ্ববর্তী সিঙ্গারবিল ইউনিয়নের আটখলা গ্রামে তিনি নির্যাতনের শিকার হন।
মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় মহিলা ওয়ার্ডের ৭নং বিছানায় বাকরুদ্ধ হয়ে শুয়ে আছেন বিলকিছ বেগম। হাত-পা ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শারীরিক দুর্বলতার কারণে তিনি উঠে বসতে পারছেন না। বিলকিছ বেগমের বাবা জামির সরকার বলেন, মেয়ের সুখের জন্য জামাইকে বিদেশ পাঠিয়েছিলাম। কিন্তু সেখান থেকে সে খালি হাতে ফিরে আসে। দেশে এসে আবার টাকার জন্য নির্যাতন শুরু করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ আলম বলেন, বিলকিছের শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।