Main Menu

তুচ্ছ ঘটনা:: আখাউড়ায় ভাইয়ের হাতে ভাই খুন

+100%-

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাছ কাটাকে কেন্দ্র করে শরীফ খান (৫০) নামের এক ব্যক্তি তার চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শরীফ খান চাঁনপুর গ্রামের হিরণ খানের ছেলে।

আহতরা হলেন, নিহত শরীফ খানের ছোট ভাই মোশারফ হোসেন খান (৪৫) তার ছেলে বাদশা (২৫), রাসেল খান (২০)  ও ভাতিজা রবিন খান (২২) ও নাসির খান (১৯)। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে শরীফ তার বাড়ির পাশের একটি গাছ কাটতে যান। এ সময় তার চাচাতো ভাই মাহবুব খান তাকে বাধা দিলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মাহাবুব খান তার সহযোগীদের নিয়ে চাইনিজ কুড়াল দিয়ে শরীফ খানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

এ সময় শরীফ খানের পরিবারের লোকজন তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরও কুপিয়ে আহত করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় শরীফকে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ঢাকায় নেয়ার পথে বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।


Shares