Main Menu

সারাদেশে সাংবাদিক নির্যাতন,আখাউড়ায় সাংবাদিকদের প্রতিবাদ সভা

+100%-
প্রতিনিধি  : সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনের ঘটনায় প্রতিবাদ সভা করেছে আখাউড়ার সাংবাদিকরা। শনিবার দুপুরে আখাউড়া প্রেসকাব ও রির্পোটার্স ইউনিটির উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,পৌর মেয়র তাকজিল খলিফা কাজল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল এবং নাছরিন নবী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবব্রত বণিক।
প্রতিবাদ সভায় তাকজিল খলিফা কাজল বলেন,‘৭১’এর চেতনায় যখন দেশ জাগরিত। তখন অপশক্তি সাংবাদিকদের উপর নির্যাতন চালাচ্ছে। এমনকি তাদের গুলি করা হচ্ছে। তবে সাংবাদিকদের উপর নির্যাতন করে কোন অপশক্তি তাদের উদ্দেশ্য সফল করতে পারবেনা। তাছাড়া সাগর-রুণি হত্যাকান্ডের ঘটনায় সরকারের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন,জনগন কোন নাটক দেখতে চাইনা। চাই হত্যাকান্ডের বিচার।’
মনির হোসেন বাবুল বলেন,‘জামায়াত শিবির পরিকল্পিতভাবে সাংবাদিকদের উপর আক্রমন করছে। তারা এদেশকে পাকিস্তান বানাতে চাই। তবে লালন-সুকান্তের বাংলাদেশে কোন অপশক্তির ঠাঁই হবেনা। সাংবাদিক-জনতা-রাজনীতিবীদ-কৃষক সবাই একহয়ে বাংলাদেশের পতাকার মান রাখতে লড়ে যাবেন।’
প্রেসকাব আহবায়ক আলহাজ রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,প্রেসকাবের সদস্য সচিব ও আমার দেশ প্রতিনিধি জুটন বনিক,যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল,কালের কন্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু,দিনকালের আখাউড়া প্রতিনিধি এম.এ জলিল,জিটিভি প্রতিনিধি জিয়াউল ইসলাম বাবলু,যুগান্তরের প্রতিনিধি মহিউদ্দিন মিশু, সাংবাদিক রতন পারভেজ,হাবিবুর রহমান প্রমুখ।
প্রতিবাদ সভা পরিচালনা করেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও মানবকন্ঠের জেলা প্রতিনিধি সমীর চক্রবর্তী।





Shares