Main Menu

আখাউড়ায় গ্রেনেড উদ্ধার

+100%-

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার খলাপাড়ার একটি জমি থেকে এটি উদ্ধার করা হয়।
জানা যায়, সোমবার সকাল সাড়ে নয়টার সময় উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের খলাপড়া গ্রামের হাফিজুল ইসলাম স্থানীয় পাকা ব্রীজের দেিণ হোসেন মিয়ার জমি থেকে বালু উত্তোলন করার সময় একটি  গোলকার বস্তু দেখতে পেয়ে স্থানীয় কর্ণেলবাজার বিজিবি ক্যাম্পে খবর দেয়। পরে কর্ণেলবাজার ক্যাম্পের নায়েক সুবেদার করিমুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেনেডটি উদ্ধার করে। এর ওজন প্রায় ৫০০ গ্রাম। মরিচা পরে থাকায় গায়ের লেখা বুঝা যায়। পরে দুপুরে উদ্ধারকৃত গ্রনেডটি আখাউড়া থানায় হস্তান্তর করা হয়।
আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাঞ্চন কান্তি দাস জানান, ‘উদ্ধারকৃত গ্রেনেডটি অত্যন্ত শক্তিশালী। নিষ্ক্রিয় করার জন্য ঢাকায় বোমা বিশেষজ্ঞদের খবর দেয়া হয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় এসব গ্রেনেড ব্যবহার করা হতো বলে তিনি জানান।’






Shares