Main Menu

আখাউড়া থানা পুলিশ গুয়াতেমালার দুই নাগরিককে জিজ্ঞাসাবাদ করছে

+100%-
শামীম উন বাছির । আখাউড়া থানা পুলিশের হেফাজতে থাকা দুই বিদেশী নাগরিকের জিজ্ঞাসাবাদ চলছে। গত রবিবার বিকেলে  ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের দুই দিনের রিমান্ড মুঞ্জুর করে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, পেরেজ অসেয়ার জোসি (৩০), রেসিনস অরিললেনা (৩৭)কে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। তিনি আরও জানান, গুয়াতেমালার ওই নাগরিকরা কিভাবে বাংলাদেশে আসল সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া ইতিমধ্যে তাদের বিরুদ্ধে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন শাখার উপপরিদর্শক ফারুক আহমেদ বাদী মামলা দায়ের করেছেন। মামলায় তাদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দেশে অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, ২৭ এপ্রিল সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ ওই দুই বিদেশী নাগরিককে বিমানবন্দর বিশেষ শাখা পুলিশের কাছে সোপর্দ করে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ভিসা জাল করে বিভিন্ন দেশ ভ্রমন করছিল। পুলিশ সূত্র জানায়, তাদের পাসপোর্টের তথ্য মতে মোরালেস গত ৮ ফেব্রূয়ারি এবং রেসিনস অরিললেনা ২ মার্চ আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তারপর ২৫ এপ্রিল সৌদি আরব এবং ২৬ এপ্রিল ফ্রান্স যাওয়ার পর সেখানকার ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের জাল ভিসার বিষয়টি ধরা পড়ে। পরে আবারো সৌদি আরব হয়ে ২৭ এপ্রিল বাংলাদেশ পুলিশের কাছে সোপর্দ করা হয় তাদের। কিন্তু পুলিশের তদন্তে বেরিয়ে আসে ৮ ফেব্রুয়ারি আখাউড়া স্থলবন্দর দিয়ে ওই দুই বিদেশী নাগরিক বাংলাদেশে প্রবেশ করেননি। তাদের পার্সপোর্টে থাকা আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রশন কর্মকর্তাদের সীল ও স্বাক্ষর জাল।






Shares