Main Menu

আখাউড়া স্থলবন্দরে ঈদের ছুটি শুরু

+100%-

checkpostডেস্ক ২৪:: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের অন্যতম বৃহৎ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ছুটি শুরু হয়েছে। রোববার থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।

তবে বিশেষ ব্যবস্থায় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানি অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. হাসিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জাগোনিউজকে জানান, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচদিনের জন্য আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী শনিবার সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টারখ্যাত সাতটি অঙ্গরাজ্যে মাছ, পাথর, সিমেন্ট ও প্লাস্টিকসহ অর্ধশতাধিক পণ্য রফতানি করা হয়ে থাকে।






Shares