বিজয়নগরে পিক আপের চাপায় অটোরিকশা যাত্রী নিহত
বিজয়নগর সংবাদদাতা:আজ বুধবার বিজয়নগরে ঢাকা সিলেট মহাসড়কের শশুই নামক স্থানে পিক আপ ভ্যানের চাপায় সিএনজি যাত্রী নিহত হয়েছে। নিহত জয়নাল মিয়া (২৬) উপজেলার আনন্দ গ্রামের মাহতাব আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, আজ বুধবার সকাল ৯ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শশুই নামক স্থানে ঢাকা গামী পিকআপ ভ্যানের চাপায় মাধবপুর গামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলে জয়নাল মিয়া নিহত হয় এবং আরেক জন আহত হয়। এব্যাপারে হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মোল্লা সালাউদ্দিন ও ডিএসবির এস আই জাহাঙ্গীর আলম জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।
« বিজয়নগরে ৩ ব্যবসায়ীকে জরিমানা (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) কসবায় দুই সিএনজি মুখোমুখি সংঘর্ষ ॥ গুরুতর আহত ৩ »