বিজয়নগরে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষতে আহত ১০
[Web-Dorado_Zoom]

মো:জিয়াদুল হক : বিজয়নগরে ঢাকা সিলেট মহাসড়কের ইসলামপুর বাজারের সামনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষতে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত বাস চালক মো: ফরিদ মিয়া (৫৫) সহ আহতদের মাধবপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সোমবার রাত সাড়ে আটটার দিকে এই দূর্ঘটনা ঘটে।
হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ব্রাহ্মণবাড়িয়া গামী দিগন্ত লোকাল বাসের সাথে বিপরিতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ দূর্ঘটনা ঘটে।গুরুতর আহত বাস চালক ফরিদ মিয়া সহ আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।ট্রাক চালক পালিয়ে গেছে। যানযট এড়াতে গাড়ি দুটি সরানো হচ্ছে। আধ ঘণ্টা চলাচল বন্ধ ছিল।
« স্পেনে নেয়ার নামে প্রতারনা,সৌদির মরুভূমিতে ফেলে রাখার অভিযোগ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আখাউড়ায় ডাকাতি মামলার আসামি ও মাদকসেবীসহ আটক ১২ »































