বিজয়নগরে খাল ও রাস্তা রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরকারি খাল রক্ষা ও রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে।আজ বৃহষ্পতিবার সকাল ১১ টায় উপজেলার ইছাপুর ইউনিয়ন বাসীর উদ্যোগে কয়েক হাজার লোক চান্দুরা -আখাউড়া সড়কে সরকারি খাল রক্ষা ও রাস্তা নির্মানের দাবীতে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন ।পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাত সাগর, হাজি বাচ্চু মিয়া মেম্বার,রফিক মিয়া মেম্বার, সখিনা বেগম মেম্বার,স্কুল শিক্ষিকা মোছা: তাসলিমা বেগম,ধন মিয়া সর্দার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ইছাপুর ইউনিয়নের ধলাইর খাল ও সরকারি জায়গা কতিপয় লোকজন বছরের পর বছর ধরে দখল করে রাখছে। উপজেলা পরিষদের সমন্নয় সভার সিদ্ধান্ত মোতাবেক সরকারি বরাদ্ধ দিয়ে ইছাপুর ইউনিয়নের ডালপা, দিতপুর, খাদুরাইল দক্ষিণ, কুতুবপুর সহ চার গ্রামের লোকজনের চলাচলের জন্য ও কৃষি জমির পানি সেচের জন্য খাল খনন করে রাস্তা নির্মাণ শুরু হয়।এলাকাবাসী স্বতঃস্ফূর্ত ভাবে রাস্তার কাজে অংশ নিলে রাজাকারের ছেলে এলাকার সাবেক চেয়ারম্যান আক্তার হোসেনের নির্দেশে আব্দুর রহমান নামের এক লোক ভারাটিয়া লোকজন এনে রাস্তা নির্মাণকাজ বন্ধ করে দেন ।বক্তারা অবিলম্বে খাল খনন করে রাস্তা নির্মাণ করে চলাচলের উপযুক্ত করার জন্য ও আব্দুর রহমানের বিচার দাবি করেন।