আজানে মুখরিত বিজয়নগর
[Web-Dorado_Zoom]
বিজয়নগর প্রতিনিধি, আজানে মুখরিত হয়েছে বিজয়নগর। গতকাল বৃহস্পতিবার রাত ১১ টার পর থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা উপজেলার বিভিন্ন মসজিদে করোনা ভাইরাস থেকে জাতীকে রক্ষা করতে আল্লাহ নিয়ামত লাভের আসায় আজান দেয় এবং জিকির আজগার করেন।
এ উপলক্ষে বিভিন্ন মুসল্লি এবং হুজুর জানান বিপদে পরলে আল্লাহকে বেশী বেশী ডাকতে হয় এবং বালা মছিবত বাচতে থেকে বেশী বেশি করে আজান দিলে আল্লাহ রহমত করেন।
« সরাইল-নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কের পাশে ময়লার ভাগার (পূর্বের সংবাদ)































