Main Menu

তৃতীয় বারের মত আওয়ামীলীগের সহ সম্পাদকমনোনীত আনছারী

+100%-

মো.শফিকুল ইসলাম.আশুগঞ্জ
ব্রাক্ষণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের কৃতি সন্তান ‘৭৫ পরবর্তী সফল ছাত্র সংগঠক  বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নেতা এড. কামরুজ্জমান আনছারীকে  তৃতীয় বারের মত আবারও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির  দপ্তর সম্পাদক ড. আবদুস সোহবান গোলাপ গতকাল বুধবার স্বাক্ষরিত এক পত্রে  তাকে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক পদে মনোনীত করেন। বাংলাদেশের ছাত্র রাজনীতির উজ্জ্বল নক্ষত্র ব্রাক্ষণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের কৃতি সন্তান এড. কামরুজ্জমান আনছারী  পিতার  ব্যবসার  সুবাধে আখাউড়ায় বসবাস করায়  জীবনের প্রথমে মুগড়া ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে ছাত্র রাজনীতি যাত্রা শুর হয়। পড়ে তিনি ব্রাক্ষণবাড়িয়া সরকারী কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। সৈরচ্যার বিরোধী আন্দোলন  ও ৯০ গণভুধ্যানের মহানায়ক হিসাবে প্রাচ্যের অক্্রফোর্ড হিসাবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতে আলোচনার এক সময়ে শীর্ষে ছিলেন এড. কামরুজ্জমান আনছারী। প্রথমে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য পরবর্তীতে  জহিরুল হক হল শাখার সাংগঠনিক সম্পাদক পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এবং পরপর দুই বার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সদস্য ছিলেন। ছাত্র রাজনীতি শেষ করে সরাসরি বাংলাদেশ আওয়ামীলীগের  রাজনীতিতে যোগ দেন। প্রথমে তিনি স্বা¯হ্যা জনসংখ্যা বিষয়ক  উপ-কমিটির সদস্য পড়ে ২০০২ থেকে  আইন বিষয়ক উপ কমিটির সহ সম্পাদক হিসাবে ২০১২ সাল পর্যন্ত দুই দফা দায়িত্ব পালন করে আসছিলেন।






Shares