Main Menu

১৪১ বস্তা ভারতীয় বাসমতি চালসহ ২ জন চোরাচালানকারী আটক

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযান পরিচালনা করে ১৪১ বস্তা ভারতীয় বাসমতি চালসহ ২ জন চোরাচালানকারীকে আটক করে।

ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা (ডিবি)পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৮ মার্চ) ২১.৪০ ঘটিকার সময় এস আই(নি:) মাসুদ রানা সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গোল চত্বর হইতে অনুমান ৫০ মিটার পূর্বে ঢাকাগামী লেনের দক্ষিণ পাশে ইসলামিক জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে পাকা রাস্তার উপর হইতে ১টি মাঝারি পিকআপ ভর্তি ১৪১ বস্তা ভারতীয় বাসমতি চালসহ ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামিরা হলেন- সোহেল রানা(৩৩), পিতা- মো: তোফাজ্জল হোসেন, দরিরামপুর, ত্রিশাল, ময়মনসিংহ এবং মো: রাসেল বিশ্বাস (৩৭), পিতা- মো: শহিদুল ইসলাম, রাধানগর, শ্রীপুর, মাগুড়া।

পরবর্তীতে জব্দ করা মালসহ আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।