নাসিরনগরে লাইভস্টক ইস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন
৫কোটি টাকা ব্যয়ে ইস্টিটিউট অব লাইভ স্টক সায়েন্স এন্ড টেকনোলজির ভিত্তি প্রস্তর স্থাপন
মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর প্রতিনিধিঃ: ৩০ এপ্রিল ২০১৬ রোজ শনিবার বেলা বারো ঘটিকার সময় ব্রাক্ষণবাড়িয়াজেলার নাসিরনগরে ইস্টিটিউট অব লাইভ স্টকসায়েন্স এন্ডটেকনোলজির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।এ সময়ে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ অধিদপ্তরের মাননীয় মন্ত্রী এডঃমোঃছায়েদুল হক।
ব্রাক্ষণবাড়িয়ার সুদক্ষ জেলা প্রসাশক ড: মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অথিতি ছিলেন প্রাণি সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায় ।স্বাগত বক্তব্য রাখেন ডাঃমোঃ হায়দার আলী,নাসিরনগর উপজেলাচেয়ারম্যান এ টি এম মনিরুজ্জামান সরকার, নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমেদ ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ মোঃ গোলামনুর বি আর ডি বিরনব নির্বাচিতচেয়ারম্যান প্রদীপ কুমার রায়,নব নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাঝে নাসিরনগর সদরের মোঃ আবুল হাসেম ,কুন্ডার মোঃ ওয়াছ আলী,গোর্কনের মোঃ হাছান খান,বুড়িশ্বরের এ টি এম মোজাম্মেল হক সরকার (মুখুল) সহ আরো অনেকেই।
জানাগেছে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এডঃ মোঃ ছায়েদুুল হকে সহায়তা ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার মেন্দিউরা নামক স্থানে প্রায় ৫কোটি টাকা ব্যায়ে এ ইস্টিটিউটটি স্থাপিত হতে যাচ্ছে ।