নাসিরনগরে চারটি কেন্দ্রে এস এস সি ও সমমানের পরীক্ষা শুরু
নাসিরনগর(ব্রাক্ষণবাড়িয়া)সংবাদদাতাঃÑদশটি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের ন্যায় ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চারটি পরীক্ষা কেন্দ্রে এক যোগে শান্তিপূর্ণ ভাবে নকল মুক্ত পরিবেশে এস এস সি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
এবার এ উপজেলা থেকে ১৬৩১ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করে । যাদের মধ্যে ৭১৮ জন ছাত্র এবং ৯০৬ জন ছাত্রী । অনুপস্থিত রয়েছে ৭ জন ছাত্র/ছাত্রী। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। অন্যবার রচনামূলকের মাধ্যমে পরীক্ষা শুরু হলেও এবার পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এ বছর আগে নেয়া হয়েছে বহু নির্বাচনী বা এমসিকিউ পরীক্ষা। এর পর ১০ মিনিটের বিরতি দিয়ে শুরু হয় সৃজনশীল বা রচনামূলক লিখিত পরীক্ষা। ১ম দিনের পরীক্ষায় কোন ছাত্র/ছাত্রী বহিষ্কারের খবর পাওয়া যায়নি।
« কসবায় বিজিবি কর্তৃক মাদকসহ আসামী আটক (পূর্বের সংবাদ)