Main Menu

নাসিরনগরে জাতীয় শোক দিবস পালিত

+100%-

নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া ঃ শনিবার সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানে ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক শোক র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শোক র‌্যালীটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ.টি.মনিরুজ্জামান সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফি উদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়,সাংগঠনিক সম্পাদক এড. জামাল উদ্দিন চৌধুরী ইকবাল, দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নাসিরনগর সদর ইউপি চেয়ারম্যান মোঃ রফিজ মিয়া ,যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েত,ছাত্রলীগের আহ্বায়ক মোঃ নাছির উদ্দিন রানা, সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ আসাদুজ্জামান চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ বশির হাল হেলাল প্রমুখ। উক্ত শোক সভা নাসিরনগর উপজেলা ১৩টি ইউনিয়নের আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলালীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নূর। সভার শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার পরিবারের প্রতি এক বিশেষ মোনাজাত করা হয়।






Shares