Main Menu

নাসিরনগর ডিগ্রি মহাবিদ্যালয় কে ভুমিদস্যুর কবল রক্ষার দাবীতে মিছিল। স্বারকলিপি প্রদান।

+100%-

মোঃ আব্দুল হান্নান,নাসির নগর ,ব্রাহ্মণবাড়িয়াঃÑগতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার ডিগ্রি মহাবিদ্যালয়ের শিহ্মক শিহ্মিকা ও ছাত্র ছাত্রীদের সমম্ময়ে কলেজের জায়গা রহ্মার দাবীতে বেলা এগারোটা এক প্রতিবাদ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে লিখিত স্বারকলিপি প্রদান করেন ।জানা গেছে ১৯৮৭ সাল থেকে প্রতিষ্টিত এ প্রতিষ্টানটিতেবর্তমানেপ্রায় ২ হাজার ছাত্র/ছাত্রী অধ্যায়নরত আছে।বিদ্যালয়টিতে অনার্স কোর্স খোলার প্রক্রিয়া চলছে।শিহ্মামন্ত্রনারয়ের ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট কর্তৃক বিল্ডিং নির্মানের জন্য ইতি মধ্যে ২ কোটি টাকা বরাদ্দ হয়েছে।বিল্ডিং ও খেলার মাঠ নির্মানের জন্য সরকারী ড্রেজার দিয়ে মাঠি ভরাঠের প্রায় ৮০ শতাংশ কাজ ও সম্পন্ন হয়েছে। ডিগ্রিমহাবিদ্যালয়ে দহ্মিণ পাশ্বের দানকৃত দখলীয় জলাশয় কলেজ কর্তৃপহ্ম বিল্ডিং নির্মানের জন্য ভরাট করতে গেলে একজন শিল্পপতি আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা জারী করে তা বন্ধ করে দেয়।ওই ঘটনায় নাসির নগর ডিগ্রি মহাবিদ্যালয়ের ছাত্র/ছাত্রী,শিক্ষক শিক্ষিকা, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের ও প্রতিবেশী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমন্ময়ে এক প্রতিবাদ মিছিল শেষে জায়গা রক্ষার দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি পেশ করেন।এ বিষয়ে শিল্পপতির মনোনীত নাসির নগর সদর ইউনিয়ন বি এন পির  সভাপতি মোঃ আমীরুল ইসলাম চকদারের সাথে কথা বললে তিনি জানান,আমাদের বৈধ কাগজ পত্র রয়েছে।কলেজ কতর্ৃৃপহ্ম জোরপুর্বক আমাদের জমি দখলে নেওয়ার চেষ্টা করছে এবং আমাদের রাজনৈতিক ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য স্কুল কলেজকে আমাদের পেছনে হ্মেপিয়ে তোলছে।আমরা আমাদের সম্পদ রহ্মার্থে আদালতের স্বরনাপন্ন হয়েছি।আদালত মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞা জারী করেছে।কার্যক্রম একদিন বন্ধ থেকে পরের দিন চলতে শুরু করেছ। আগের দিন বন্ধ পরেরদিন চালুর কারণ সম্পর্কে নাসির নগর ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যহ্ম মোঃ আলমগীর হোসেনের সাথে কথা বলে জানতে চাইলে তিনি বলেন আমরা আপিল করেছি।আদালত পুঃনরায় আমাদের কাজ করার অনুমতি দিয়েছে ।






Shares