Main Menu

নাসির নগর গুনিয়াউক ইউ পি চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবরে ৮ সদস্যের অভিযোগ।

+100%-

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃÑজেলার নাসির নগর উপজেলার ৮নং গুনিয়াউক ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম চামদানী পিয়ারুর বিরোদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্চাচারীতা ও ইউপি সদস্যদের সাথে অসদ আচরনের ক্ষিপ্ত হয়ে পরিষদের ৭ জন পুরুষ ও ১ জন মহিলা সহ ৮ সদস্য মিলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছে। অভিযোগকারীরা জানান, চেয়ারম্যান নিজের ইচ্ছামত করে কাবিখা, কাবিটা, এল জি এস পি-২, ভিজিডি, ভিজি এফ ইত্যাদি কাজ সচিবের সাথে যোগাযোগ ও আতহাত করে অন্য সদস্যদের সাথে যোগাযোগ না করে নিজের মনগড়া মত করে যাচ্ছে। জন্মনিবন্ধন সনদের বেলা ৫০ টাকার পরিবর্তে ১০০টাকা করে নিচ্ছে।একই রাস্তায় তিনবার প্রকল্প তৈরী করে বিল উত্তোরন করেছে।এ বিষয়ে অভিযোগ হলেও তদন্ত হয়নি ।তাছাড়া আরো কত রকমের অভিযোগ তার বিরোদ্ধে । এ বিষয়ে চেয়ারম্যান গোলাম চামদানী পিয়ারুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমি শুনেছি,ডিসি অফিস থেকে আমাকে ফোনে জানানো হয়েছে যারা  আমার বিরোদ্ধে অভিযোগ করেছে তারা সবাই  বি এন পি র  লোক ।তারা ৮ জন ছাড়াও প্রত্যেকটি কমিটিতে ুুএম পির মনোনীত একজন করে সদস্য রয়েছে।নির্বাচিত ও এম পি র মনোনীত সহ মোট ৩০ জন সদস্য রয়েছে ।৮ জন সদস্য না থালেও কিছু আসে যায় না ।অপরদিকে তাদের বাদ দিয়ে কাজ করার জন্য দলীয় ভাবে ও নির্দেশনা রয়েছে ।






Shares