নাসিরনগরে অটোরিক্সাসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার ॥ আহত-১
প্রতিনিধি, নাসিরনগর : নাসিরনগরে চালক ও যাত্রীদের মারধোর করে সিএনজিচালিত অটোরিক্সা ছিনতাইকালে ৩ ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এসময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ১ ব্যক্তি আহত হয়। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে উপজেলার কুন্ডা-ভলাকুট সড়কের ইব্রাহিমপুর এলাকায়। আটক ছিনতাইকারীরা হচ্ছে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার শিবলা গ্রামের মধু মিয়ার ছেলে সেলিম মিয়া-(২৫), একই এলাকার ইদ্রিস মিয়ার ছেলে আল-আমিন মিয়া-(২৫) হবিগঞ্জ জেলার ও লাখাই উপজেলার সুজন গ্রামের আকতার মিয়ার ছেলে আবুল বাশার-(৩০)। এ ঘটনায় নাসিরনগর থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমরাও খান জানান, উপজেলার ভলাকুট গ্রামের এক ব্যক্তি বিষপান করলে ওই ব্যক্তিকে নিয়ে তার আত্মীয় স্বজন রাত ৮টার দিকে সিএনজিচালিত অটোরিকসাযোগে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে অটোরিক্সাটি উপজেলার কুন্ডা-ভলাকুটের মধ্যবর্তী ইব্রাহিমপুর এলাকায় পৌছলে সংঘবদ্ধ ছিনতাইকারীরা অটোরিক্সার গতিরোধ করে চালকসহ যাত্রীদের মারধোর করে তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন লুটে নেয়। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ইসমাইল মিয়া (৩২) নামক এক যাত্রী আহত হয়। পর ছিনতাইকারীরা চালক ও যাত্রীদের রশি দিয়ে বেঁধে রাস্তার পাশে ফেলে অটোরিক্সা নিয়ে পালিয়ে যাওয়ার সময় কুন্ডা বাজারের লোকজন অটোরিক্সাসহ ৩ ছিনতাইকারীকে আটক করে পুলিশে তুলে দেয়। এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল কাদেরের সাথে যোগাযোগ করলে তিনি ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।