নাসিরনগরে এডঃ ছায়েদুল হক পঞ্চম বার আওয়ামী লীগের সংসদ সদস্য নিবার্চিত।
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া ঃ ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসন থেকে পঞ্চম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এডঃ ছায়েদুল হক (এমপি)। পল্লীর প্রত্যন্ত অঞ্চল,অবহেলিত পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামে জম্ম গ্রহণ করে উচ্চ শিক্ষিত হয়েও সরকারী চাকুরী না করে মানব সেবার মহান ব্রত নিয়ে রাজনীতিতে জড়িয়ে পরেন তিনি। ছোট বেলা থেকেই তিনি ছাত্র রাজনীতি করতেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রবীণ বয়োজ্যৈষ্ট, সৎ রাজনীতিবিদ হিসেবে তিনি সর্ব মহলে সুপরিচিত। তিনি ছাত্রলীগ দিয়ে ছাত্র রাজনীতি শুরু করেন। এখন তিনি আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ। তিনি এ আসন থেকে পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ৫ তারিখের নির্বাচনে এ আসন থেকে তিনি ৬৯,৫৭৩ ভোট পেয়ে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী জাতীয় পার্টির প্রার্থী মোঃ রেজোয়ান আহম্মেদ পেয়েছেন ৭,৯১০ ভোট। এডঃ ছায়েদুল হক দীর্ঘদিন খাদ্য,দূর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। তার শাসন আমলে এলাকার রাস্তা ঘাট, ব্রিজ, কালর্ভাট,শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, বিদ্যুৎ ব্যবস্থা যথেষ্ট উন্নয়ন সাদিত হয়েছে। গত ৫ বছরে তার উল্লেখযোগ্য উন্নয়নের মাঝে ছিল নাসিরনগর, ফান্দাউক, ছাতিয়াইন, তিলপাড়া, চাপরতলা সড়ক নির্মাণ, নদী খনন, উপজেলার খাদ্য গুদাম, ফায়ার ষ্টেশন, মডেল থানা ও ফান্দাউক মোড়াকুড়ি কাস্তি নদীর উপর ব্রিজ নির্মাণ। যা ঢাকা সিলেটের মাঝে সেতু বন্ধন হিসেবে কাজ করবে। পূর্বভাগ ও বুড়িশ্বর ইউনিয়নে দুটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং দাঁতমন্ডল মাদ্রাসায় বিল্ডিং নির্মাণ, এলাকার বিভিন্ন গ্রামে বিদ্যুতায়ন তাছাড়াও তার শাসন আমলে নাসিরনগরের গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে,এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথেষ্ট অবদান রেখেছেন তিনি। তাছাড়াও নাসিরনগর চাতলপাড় সড়ক ও মুক্তিযোদ্ধাদের জন্য কমপ্লেক্স অনুমোদন তার অনন্য অবদান। তার এই সাফল্যের জন্য এলাকাবাসী এই অকুতোভয় নির্ভিক রাজনীতিবিদ প্রবীণ,সৎ ব্যাক্তিকে শ্রদ্ধাভরে সারা জীবন স্মরণ রাখবে। আগামীতে তিনি এলাকার উন্নয়নে আরো বিষেশ অবদান রাখবে বলে এলাকাবাসী দৃঢ বিশ্বাস করে ।