Main Menu

নাসিরনগরে বিজেপি ও বিএনপির অবরোধ কর্মসূচী পালিত

+100%-

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া : ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের দাবীতে, ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের মুক্তি ও ঘোষনাকৃত তফছিল প্রত্যাহারের দাবীতে রবিবার সকাল ১০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা বিজেপি ও বিএনপির পৃথক পৃথক বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। কেন্দ্রীয় বিজেপির ভাইস চেয়ারম্যান, জেলা বিজেপির আহব্বায়ক, সারা বাংলাদেশের সফল উপজেলা চেয়ারম্যান হিসাবে একাধিক স্বর্ণ ও পদকে ভুষিত নাসিরনগর উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আহসানুল হক মাষ্টারের নেতৃত্বে এক বিশাল মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উপজেলা বিজেপির সভাপতি কাজী আনোয়ার হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আহসানুল হক মাষ্টার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা মহি উদ্দিন, জাতীয় স্বেচ্ছা সেবক নেতা মোঃ ওয়ালি উল্লাহ টেনা মিয়া, বিজেপির অন্যতম নেতা মোঃ নেজামুল হক ওরুপ,উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ কামরুল হাসান খাঁন, বিজেপির অন্যতম নেতা মোঃ নুরুল ইসলাম বেনু মিয়া, উপজেলা ছাত্র সংহতির সভাপতি মীর সবুজ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা বিজেপির সাধারণ সম্পাদক মোঃ বকুল হোসেন খাঁন। বক্তারা ১৮ দলীয় জোটের সকল নেতাদের মুক্তির দাবী, ঘোষনাকৃত তফছিল বাতিল, তত্বাবধায়ক সরকারের মাধ্যমে র্নিদলীয়, নিরপে নির্বাচনের দাবী জানান। প্রতিবাদ সমাবেশ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোঃ এরশাদকে জাতীয় বেঈমান বলে তার ছবিতে থুথু ও ঝারু নিপে করা হয়। অপর দিকে উপজেলা বিএনপির নেত্রীবৃন্দের সমন্বয়ে পৃথক অবরোধ কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়েছে।






Shares