নাসিরনগরে নৌকাডুবিতে স্কুল ছাত্রী মৃত্যুর ঘটনায় শোক র্যালী ও মিলাদ মাহফিল
মোঃ আব্দুল হান্নান : বুধবার সকাল সাড়ে নয় ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় হইতে কুন্ডা স্কুলে যাওয়ার পথে ২০০যাত্রী নিয়ে নৌকা ডুবিতে এক স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনায় বৃহ্সপতিবার স্কুলের ম্যানেজিং কমিটি শিহ্মক/শিহ্মিকা ছাত্র/ছাত্রী মিলে স্কুর ছাত্রীর স্বরনে দুপুর ১২ ঘটিকায় এক শোক র্যালী, কাল ব্যজধারন মিলাদ মাহফিলের আয়োজন করে। পরে তারা ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনের সাথে সমবেদনা জ্ঞাপন করে। জানা গেছে, ওই দিন যাত্রী বাহি নৌকাটি শ্রীরামপুরের নিকট আসা মাত্রই তিতাস নদীতে ডুবে যায় ।এতে ফারজানা ১২ নামে এক ছাত্রী নিহত ও ৬ জন আহত হয়। জানা গেছে প্রতিদিনের ন্যায় বুধবার সকাল নয় ঘটিকার সময় ছাত্র ছাত্রীরা নৌকা যোগে মহিষবেড় থেকে কুন্ডা স্কুলে আসার পথে শ্রীরামপুর নামক স্থানে আসা মাত্রই অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের ফলে তিতাস নদীতে নৌকাটি ডুবে গিয়ে ৬ষ্ট শ্রেণীর ছাত্রী মহিষবেড় গ্রামের আবু সায়েদ মিয়ার মেয়ে ফারজানা বেগম(১২) নিখোজের প্রায় এক ঘন্টা পরে জাল দিয়ে নদী থেকে তার লাশ উদ্বার কর হয় । ওই সময়ে অন্তত আরো ৬ ছাত্রী আহত হয় । আহতদের নাসিরনগর ও পার্শ্ববর্তী সরাইল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে । কুন্ডা স্কুলের প্রধান শিহ্মক মোঃ সহিদুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন । |