Main Menu

নাসিরনগরে ৪৯ বোতল ফেনসিডিলসহ ৩ বিক্রেতা গ্রেফতার

+100%-


প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলা কুন্ডা ইউনিয়নের কুন্ডা বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে এএসপি (শিানবীশ) আল আমীন এর নেতৃত্বে এস আই মোঃ আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার বেলা ১২.০০ ঘটিকায় কুন্ডা থেকে  ৪৯ বোতল ফেনসিডিলসহ ৩ বিক্রেতাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার উত্তর পৈরতলার ফেনসিডিল সম্রাট এরশাদ(৪৫) নাসিরনগর গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামের সেলিম(৩৫) ও অষ্টগ্রাম উপজেলার রাজাপুর গ্রামের হারু মিয়া(৩০) ৪৯ বোতল ফেনসিডিলসহ ভলাকুট থেকে সিএনজি যোগে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য রওয়ানা দেয়। কুন্ডা বাজারে সিএনজি ষ্ট্রেশনে আসা মাত্রই আরো দুইজন যাত্রী সিএনজিতে উঠতে চাইলে তারা বাধা দেয় এতে যাত্রীদের সন্দেহ সৃষ্টি হয়। ঐ সময় যাত্রীরা গাড়ী তল্লাশী করে গাড়ির ভিতরে পলিথিন দিয়ে মোড়ানো ৪৯ বোতল ফেনসিডিল দেখতে পায়। পরে উপস্থিত জনতা তাদের হাতে নাতে ধরে ইউনিয়ন পরিষদে নিয়ে পুলিশকে খবর দিলে এএসপি (শিানবীশ) আল আমীন এর নেতৃত্বে এস আই মোঃ আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে  তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। জানা গেছে উক্ত পাচারকারীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জাতীয় মাদব ব্যবসার সাথে জড়িত এবং এরশাদ একজন কুখ্যাত মাদব পাচারকারী। কৌশল হিসেবে ফেনসিডিলসহ  বোতলের গায়ে জীবানুনাশক ফেনল জাতীয় লেভেল লাগিয়ে বিক্রি করছে। এ ব্যাপারে নাসিরনগর থানায় মাদব দব্য একটি মামলা রুজু করেছে বলে এএসপি (শিানবীশ) আল আমীন ও পুলিশের উপ-পরিদর্শক মোঃ আকরাম হোসেন জানান।






Shares