আদম ব্যবসায়ীর খপ্পরে নাসির নগরের ১০টি পরিবার
নাসির নগর প্রতিনিধিঃ আদম ব্যবসায়ীর খপ্পরে পড়ে সব কিছু হারিয়ে ও উল্টো মিথ্যা মামলার আসামী হয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে প্রায় ৬ টি পরিবার । ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রামে । সরজমিন এলাকায় গিয়ে জানা গেছে কান্দি গ্রামের মৃত মালন মিয়ার ছেলে মালয়েশিয়া ফেরৎ মোঃ চোয়াব মিয়া, উক্ত গ্রামের মোঃ কিসমত আলীর ছেলে মোঃ কাজল মিয়াকে মালয়েশিয়া নেয়ার কথা বলে ২ লহ্ম ৬৫ হাজার টাকা নেয়। কিসমত জানায়, সে সিলেট ভোলাগঞ্জ ৩০ ফুট পানির নীচ থেকে পাথর উত্তোলন করে অনেক কষ্ট করে টাকাগুলো উপার্জন করে ছেলের সুখের আশায় বিদেশ পাটাতে চেয়েছিল, মৃত রঙ্গু মিযার ছেলে মোঃ জুয়েল মিয়ার নিকট থেকে ১ লহ্ম ৫০ হাজার টাকা, মোঃ নুরু মিয়ার কাছ থেকে ২ লহ্ম ৭০ হাজার টাকা, মোঃ ইউনুছ মিয়ার কাছ থেকে ১ লহ্ম ৫০ হাজার টাকা, মৃত সফর আলীর ছেলে মোঃ জামাল মিয়ার নিকট থেকে ১ লহ্ম টাকা, মোঃ আজধু মিয়ার নিকট থেকে, মোঃ দয়াল মিয়ার নিকট থেকে ৭০ হাজার টাকা, মোঃ আবু তাহের মোল্লার নিকট থেকে ৬৫ হাজার টাকা, তার আপন মামতো ভাই মোঃশাহজালালের নিকট থেকে ২ লহ্ম টাকা নিয়ে তাকে বিদেশ না নিলে বর্তমানে সে অভাবের তারনা আশুগঞ্জ বয়লারে কাজ করে জীবিকা নির্বাহ করছে । মোঃ নবী হোসেনের নিকট থেকে ৫ লহ্ম টাকার বাড়ি ক্রয় করে টাকা না দিয়ে এবং রেজিষ্ট্রি না করে জোর পুর্বক জায়গা দখল করে ঘর তুলে নেয় । নবী হোসেন আদালতে পর পর দুটি মামলা করে। মামলার রায় নবী হোসেনের পহ্মে আসলেও জায়গার দখল ছাড়েনি ও ঘর ভেঙ্গে নেয়নি চোয়াব মিয়া । ভুক্তভোগিরা জানায়, চতুর চোয়াবের নিকট টাকা চাইতে গেলে সে ঝগড়া বিবাদ সৃষ্টি করে মামলা করে ফাসিয়ে দেয় । ভুক্তভোগি কিসমত আলী, মোঃ নুরু মিয়া, মোঃ আবুতাহের মোল্লা, মোঃ জুয়েল মিয়া, মোঃ লিটন মিয়া সহ আরো অনেকেই এ প্রতিনিধিকে জানান, তারা টাকা চাইতে গেলে, ১৯ জনের নামে একটি ১০৭ ধারা মামলাও ৬ জনের নামে একটি মিথ্যা চাদাবাজির মামলা দায়ের করেছে চোয়াব মিয়া । মামলার পর থেকে তারাপ্রানের ভয়ে পলাতক রয়েছে । চারজন আসামী কোর্ট থেকে জামিনে আসলে ও দুইজন পুলিশের ভয়ে পলাতক রয়েছে । তারা জানান, চোয়াব মিয়া এলাকার চেয়ারম্যান, হ্মমতাসীন দলের নেতাকর্মী, সর্দারমাতাব্বর গনকে টাকা দিয়ে ভোগ করে রাখে । এ বিষয়ে চোয়াব মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনা মিথ্যা বরং যারা অভিযোগ করেছে তাদের ভয়ে তিনি বাড়ি ছাড়া হয়ে রয়েছে । চোয়াব জানান, তারা আমার স্ত্রী ও ছোট ভাইকে মারপিট করেছে । |