Main Menu

নাসিরনগরে শহীদ জিয়ার ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত

+100%-

মোঃ আব্দুল হান্নান- নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:- সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃহ¯পতিবার সকাল ১১ ঘটিকায় স্থানীয় শহিদ মিনার প্রাঙ্গণে কাঙ্গালীভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রবাদে আছে কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নেই। তদ্রুপ নামে কাঙ্গালীভোজ হলেও ভোজে কোন কাঙ্গাল নেই। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রী বি এনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বি এন পির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সৈয়দ এ কে একরামুজ্জামান (সুখন) বিশেষ অতিথি ছিলেন উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক এম এ হান্নান, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বি এনপির সহ সভাপতি মোঃ ওমরাও খান, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, যুবদলের আহবায়ক আবু সারোয়ার, কেন্দ্রীয় ছাত্র দল সদস্য মোঃ আলী আশরাফ রবিন, জেলা ছাত্র দলের সহসভাপতি মীর মস্তোফা জালাল, উপজেলা ছাত্র দলের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক এম এম এ মঈন, জাসাসের সদস্য সচিব পল্লব চক্রবর্তী, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক এড: আমিনুল ইসলাম মনির, উপজেলা মহিলা দলনেত্রী হাসনা হেনা সহ বিভিন্ন ইউনিয়নের নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন। পরে শহিদ জিয়ার রুহের মাগফেরাত কামনা করে এক কাঙ্গালীভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বি এন পির যুগ্ন সম্পাদক মোঃ আজিজুর রহমান চৌধুরী।






Shares