নাসিরনগরে অস্ত্রসহ আন্ত:জেলা চক্রের দুই ডাকাত গ্রেপ্তার
মোঃ আব্দুল হান্নান নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: শনিবার রাত সাড়ে নয়ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা পুলিশ সরাইল নাসিরনগর মহা সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা চক্রের দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে। নাসিরনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করেছে। জানা গেছে শনিবার রাত সাড়ে নয়ঘটিকার সময় সরাইল নাসিরনগর মহা সড়কে পুঠিয়া ধরন্তীর মধ্যেবর্তী স্থানে ফাকা জায়গা বেড়িকেড দিয়ে ডাকাতির প্রস্তুতিকালীন সময়ে ডিউটিরত এস আই রফিক সঙ্গীয় ফোর্স নিয়ে সরাইল উপজেলা নোওয়াগাঁও গ্রামের চান মোহাম্মদের ছেলে জামাল মিয়া (২৫) ও সিরাজুল ইসলামের ছেলে খলিল মিয়া (২২) কে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে। ওই সময় আবুল আলীর ছেলে টিমলিডার নূরুন নবী (২৫), নোয়াজ আলীর ছেলে ইদন মিয়া (২০), মজলু মিয়ার ছেলে জামির মিয়া (২০), তিতন আলীর ছেলে ছাবর আলী (২০) পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের কাছ থেকে দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। থানায় জামাল মিয়া ও খলিল মিয়া ডাকাতির ঘটনা সত্যতা স্বীকার করেছে। তারা জানান টিমলিডার নূরুন নবীর নেত্রীত্বে দীর্ঘ যাবৎ উক্ত রাস্তায় ডাকাতি করে আসছিল। নাসিরনগর থানা ওসি মোঃ আব্দুল কাদের জানান এ পর্যন্ত উক্ত রাস্তায় যত গুলো ডাকাতি হয়েছে অধিকাংশ ডাকাতের বাড়ি সরাইল উপজেলার বিভিন্ন গ্রামে। তিনি বলেন প্রায় ডাকাতি গুলোই সরাইল সীমান্তে হয়ে থাকলেও নাসিরনগরে লোকজন ক্ষতিগ্রস্থ হয় বেশী। |
« নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদল আহবায়ক কমিটির পরিচিতি সভা (পূর্বের সংবাদ)