নাসিরনগরে চাচার লাঠির আঘাতে ভাতিজির মৃত্যু
প্রতিনিধি ॥ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জায়গা বিরোধের জের ধরে চাচার লাঠির আঘাতে ভাতিজির মৃত্যু হয়েছে। জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ফুলপুর গ্রামের আপন সহোদর ফারুক মিয়া ও মোবারক মিয়ার মধ্যে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকাল ১০টায় দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মোবারক মিয়া (৫০) লাঠি নিয়ে ফারুকের পরিবারের লোকজনের উপর হামলা চালায়। এসময় আপন ভাতিজি কিশোরী ময়না বেগম (১৮) মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ময়না বেগম গুরুতর আহত হয়। প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে আসা হলে আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে চাচা মোবারক মিয়া পলাতক রয়েছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জানান, জায়গা বিরোধের জের ধরে চাচা মোবারকের লাঠির আঘাতে ভাতিজির মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। |