Main Menu

নাসিরনগরের রফিক সাভার ট্রাজেডিতে নিখোঁজ

+100%-

প্রতিনিধি॥ গত ২৪ এপ্রিল ঢাকার সাভারে রানা পাজার ধ্বংসস্তুপের নিচে এখনও নিখোঁজ হয়ে আছে গার্মেন্টেস কর্মী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের উড়িয়াউন (বড়বাড়ি) গ্রামের মৃত নুরুল হোসেনের পুত্র রফিকুল ইসলাম (৪০)। ৫বছর পূর্বে সাভার রানা পাজায় প্যাটেন মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। ওই দিন সকালে পরিবারের সাথে মোবাইলে শেষ বারের মত কথা বলেন। ফাঁটল ধরা রানা পাজায় জীবনের ঝুঁকি নিয়ে কাজে যোগ দিয়ে এখন পর্যন্ত ফিরে আসেনি। স্ত্রী, সন্তান, মা আত্মীয়-স্বজনদের আহাজারিতে গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। রফিকের স্ত্রী জানায়, দীর্ঘদিন যাবৎ তিনি একাই সাভারে বসবাস করছেন। প্রায় ৫ বছর যাবত আমার স্বামী সাভার রানা পাজায় প্যাটেন মাস্টার হিসেবে ৫ তলায় কাজ করতো । তিনি জানান, গতকাল শনিবার পর্যন্ত  রফিকের লাশ কিংবা আহত অবস্থায় কোথাও খুজেঁ পাওয়া যায়নি। রফিকের গ্রামের বাড়িতে তার স্ত্রী, সন্তান-মা আত্মীয় স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। একমাত্র পুত্র রফিককে হারিয়ে একদিকে মা অন্যদিকে স্ত্রী ১ ছেলে ও ২ মেয়ে  এখন পাগল হয়ে পড়েছে।






Shares