সিংহগ্রামে বিজয়লী স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন নিয়ে বির্তক
নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:Ñ ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের দণি সিংহগ্রাম বিজয় লী স্কুল এন্ড ভিত্তি প্রস্তর স্থাপন নিয়ে বির্তকের সৃষ্টি হয়েছে। জানা যায় বিশিষ্ট দানবীর বাবু সচীন্দ্র লাল রায় গ্রামের পূর্বদিকে বিজয়লীর উচ্চ বিদ্যালয় স্থাপন করে। বর্তমানে ওই গ্রামের পশ্চিম প্রান্তে একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। বুধবার বেলা দুই ঘটিকায় ভিত্তি প্রস্তর স্থাপনের উপর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এড: ছায়েদুল হক এমপি। কিন্তু গ্রামের অধিকাংশ লোকের দাবী যদি স্কুল এন্ড কলেজ এক সাথে হতে হয় তাহলে পূর্বদিকেই স্কুল সংলগ্ন স্থাপন করতে হবে। গ্রামের পূর্বে স্কুল এবং পশ্চিমে কলেজ দুই জায়গা দুইটি প্রতিষ্ঠান স্থাপন করে একই নাম ব্যবহার করা নীতিমালা পরিপন্তী। ওই ঘটনাকে কেন্দ্র করে গ্রামের পরেশ চন্দ্র ভৌমিক ও রামপ্রসাদ মল্লিক বাদী হয়ে ১৫ এপ্রিল ১৯ জনকে আসামী করে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ জজ আদালতে দেওয়ানি মামলা নং-৩৮ রুজু করে। আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীগণের প্রতি কারণ দশানোর নোটিশ জারি করেন। আদলতে বিচারাধিন থাকার পরেও বুধবার বেলা ৫ ঘটিকায় প্রধান অতিথির উপস্থিতিতে কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ওই সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সচীন্দ্র লাল সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ রাফি উদ্দিন, মনিরুজ্জামান সর্দার, প্রদীপ কুমার কর্মকার, হামিদা লতিফ পান্না, মোঃ ফারুকুজ্জামান প্রমুখ। ওই ঘটনা এলাকা ব্যপক গোনজন বিরাজ করছে। |
(পরের সংবাদ) নাসিরনগরে হেফাজতে ইসলাম ও সুন্নী জামাতের সংঘর্ষে আহত ১০ »