তিন লাখ টাকা ছিনতাই-মাইক্রোসহ ৩জন গ্রেফতার
নাসিরনগর উপজেলার ফান্দাউকে এক ব্যবসায়ীর তিন লাখ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় জনতা মাইক্রো, মহিলাসহ ৩ জনকে আটক করে পুলিশে দিয়েছে। তবে ছিনতাইকারীর মূল হোতাকে আটক করতে পারেনি। পুলিশ ও ছিনতাইকারীর স্বীকার মন্টু দেব জানায়, রবিবার বিকালে তার পানের আরতের ক্যাশ বাক্সে ভারতের মাদ্রাজে চিকিৎসা করতে যাওয়ার জন্য তিন লাখ টাকা রাখা হয়। এসময় একজন মহিলা ও একজন পুরুষ দোকানের ক্যাশ বাক্সের পাশে বসলে তাদেরকে একটু সরতে বললে তারা জানায়, ফ্যানের বাতাসে একটু ঠান্ডা হয়ে চলে যাব। এসময় ব্যবসায়ী মন্টু দেব দোকান থেকে বাইরে গেলে ছিনতাইকারীরা ক্যাশ বাক্স থেকে তিন লাখ নিয়ে মাইক্রো দিয়ে পালিয়ে যায়। মন্টু দেব দোকানে ফিরে তাদের দেখতে না পেয়ে সন্দেহ হলে ক্যাশ বাক্স খোলে দেখে তার রক্ষিত টাকা নেই। সাথে সাথেই পাশের ব্যবসায়ীদের জানালে এক ব্যবসায়ী ছাতিয়াইন বাজারের জনৈক ব্যক্তিকে মোবাইলে বিষয়টি জানালে তিনি স্থানীয় লোকজন নিয়ে রাস্তায় ব্যরিকেট দিয়ে পালিয়ে যাওয়া মাইক্রোটিসহ ৩ জনকে আটক করলেও এসময় ঘটনার মূল নায়ক সাহেদ মিয়া(২৫) ২লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে নাসিরনগর থানার পুলিশের উপ পরিদর্শক মোঃ তোফাজ্জল হোসেন ঘটনাস্থলে গেলে এলাকাবাসী আটক মাইক্রো,এক লাখ টাকাসহ ৩ জনকে পুলিশে সোর্পদ করে। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম রানা(২৪)পিতা আবদুর সাত্তার,সাজিদুল ইসলাম(৩৪) ও চুমকি বেগম (২৫) পিতা এস কেন মোল্লা। তাদের বাড়ি পাবনার চাটমোহন উপজেলার শাহপুর গ্রামে। থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার ও সক্রিয় ছিনতাই দলের সদস্য। এলাকাবাসীর ও মাধবপুর থানার পুলিশের সহযোগিতায় ছিনতাই কাজে ব্যবহারিত মাইক্রো, ১ লাখ টাকাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি চলছে। |
« কসবা বায়েক আলওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ । অবশেষে সম্মেলণ স্থগিত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) বিএনপির বিক্ষোভ সমাবেশ »