নাসিরনগরে শিলায় ফসলের ব্যাপক ক্ষতির আশংকা
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর সংবাদদাতা ॥ শনিবার রাতে বয়ে যাওয়া ৫ মিনিট স্থায়ী শিলাঝড়ে নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইরি-বোরো ধান,আম,কাঠাল,মরিচসহ গ্রাষ্মকালীন সবজির ক্ষতি হয়েছে। ব্যাপক শিলাঝড়ে অনেকের টিনের চাল ফুটো হয়ে গেছে। সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানায়, আমার ৫৫ বছরের জীবনে এমন ভয়াবহ শিলাঝড় দেখিনি। উপজেলা সদরের ব্যবসায়ী অজিত চক্রবর্তী জানায় আমার ৬০ বছরের জীবনে এমন শিলাঝড় আমিও কখনো দেখিনি। তবে তারা বোরো ফসলের ব্যাপক ক্ষতির আশংকা প্রকাশ করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা ডঃ আবদুল মাজেদ শিলাঝড়ের কথা স্বীকার করে জানায়,শিল দেখে আমি নিজেও আতংক গ্রস্থ হয়ে পড়েছিলাম। তবে যে পরিমান শিলা পড়েছে সে পরিমান ক্ষতি হয়নি। |
(পরের সংবাদ) শহরের বিভিন্ন জায়গায় বিএনপির পিকেটিং ও মিছিল »