Main Menu

নাসিরনগর আশুরাইল মধ্য গ্রামের রাস্তাটির ভগ্নদশা :: দেখার কেউ নেই?

+100%-

nasir _raodমোঃ আব্দুল হান্নান,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ- ইহা কোন ছায়াছবি বা নাটকের দৃশ্য নয় । এটি একটি বাস্তব চিত্র। ব্রাহ্মণবাড়িয়া জেলার, নাসিরনগর উপজেলার,বুড়িশ্বর ইউনিয়নের সরাইল, নাসিরনগর মহা সড়ক থেকে আশুরাইল মধ্য গ্রাম হয়ে পোষ্ট অফিসে যাওয়ার একমাত্র রাস্তা । উপজেলা সদর থেকে মাত্র আধা কিলোমিটার দূরে এ রাস্তাটি অবস্থিত। ডিজিটাল যুগে রাস্তাটির এমন ভগ্নদশা একবার নিজ চোখে না দেখলে বুঝা কঠিন।

বুধবার সকাল ৯ ঘটিকায়, এ রাস্তা থেকে তোলা ছবিটিই প্রমান করবে এর সত্যতা। সামান্য বর্ষার পানি হতে না হতেই পানিতে তলিয়ে গেছে রাস্তাটি। ছোট ছোট কোমলমতি ছাত্র/ছাত্রীরা রাস্তাটি পারাপার হয়ে যেতে পারছে না স্কুলে। যে কোন সময়, যে কোন ছাত্র/ছাত্রী পানিতে ডুবে মৃত্যুর আশংকা রয়েছে। নাসিরনগর উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার যখন প্রথম বুড়িশ্বর ইউনিয়ন চেয়ারম্যান নিবার্চিত হয় তখন ও রাস্তাটি সংস্কার করার ওয়াদা করেছিল। পরবর্তীতে তার ছোট ভাই মোজাম্মেল হক সরকারকে উপনিবার্চনে ও বিগত নিবার্চনে পাশ করানোর জন্য কয়েক দফা ওয়াদা দিয়ে ওয়াদাই রয়ে গেল। বার বার আশুরাইলের লোকজনের ভোট নিয়ে দুই ভাই চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান নিবার্চিত হলেও রাস্তাটির কোন পরিবর্তন হলো না। আবার ও নিবাচর্নের সময় রাস্তাটি সংস্কারের কথা বলে অত্র গ্রামের লোকজনের কাছে ভোট চাইতে আসবেন সুযোগ্য দুই ভাই চেয়ারম্যান এবং জনগন আবারো তাদের ভোট দিয়ে বিজয়ী করবেন বলে জানিয়েছেন অনেক ভুক্তভোগি।

গ্রামবাসি রাস্তটি সংস্কারে উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামান করছেন।






Shares