নাসিরনগরে একই দিনে দুই লাশ উদ্ধার
[Web-Dorado_Zoom]
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধিঃ জেলার নাসিরনগর উপজেলার পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। ৯ সেপ্টেম্বর রোববার বিকেলে উপজেলার ফান্দাউক ও নূরপুর হতে লাশ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ৯ সেপ্টেম্বর বিকালে ফান্দাউক ইউনিয়ন হতে এক মানসিক রোগীর গলায় ফাঁস দেয়া অবস্থায় শেবল মিয়া(৪০) এবং গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রাম হতে আব্দুল হামিদের(৪০) লাশ উদ্ধার করা হয়।
নিহত শেবল মিয়া ফান্দাউক ইউনিয়নের মৃত উমেদ আলীর ছেলে এবং আব্দুল হামিদ গোকর্ণ ইউনিয়নের মৃত আব্দুর রশিদের ছেলে।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য ১০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, শেবল মিয়া একজন মানসিক রোগী আর আব্দুল হামিদ স্ট্রোক করে মারা গেছে।
« একটি রত্নগর্ভা গ্রাম ‘নাওঘাট’- তারিকুল ইসলাম সেলিম (পূর্বের সংবাদ)































