Main Menu

নাসিরনগরে ইয়াবার বিষাক্ত ছোবল:: সেবন করে অজ্ঞান এক কিশোরের হাসপাতালে ভর্তি

+100%-

YABAনাসিরনগর সংবাদদাতাঃ: ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগরে চলছে মরণনেশা ইয়াবার ছড়াছড়ি।এ সমস্ত ইয়াবা খেয়ে বিপদগামী হচ্ছে এলাকার উঠতি বয়সী যুব সমাজ ।

আর এ সমস্ত ভয়ানক নেশা এলাকায় ছড়াচ্ছে আশুরাইল বেনীপাড়া গ্রামের মোঃ মাফুজ মিয়ার ছেলে মোঃ জুনাইদ মিয়া,ফান্দাউক গ্রামের মৃত আরব আলীর ছেলে মোঃ জাকির হোসেন ও পাশ্ববর্তী হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার পলাতক রাজাকার লিয়াকত চেয়ারম্যানের ছেলে মোঃ সুমন মিয়া সহ আরো অনেকেই বিক্রি করে।

জানা গেছে, কিশোর সৌরভের বাড়ি নাসিরনগর সদর থানা থেকে আনুমানিক দুইশ হাত দুরে ।কিশোরের বয়স আনুমানিক ১৪ বছর।।পেশায় একজন মাছ বিত্রেতা ।তার পিতার নাম মৃত সম্ভল দাস ।পিতা মৃত্যুর পর অভাবের সংসারে শুরু করে মাছের ব্যবসা ।

জ্ঞান ফেরার পর হাসপাতালে কথা হয় সৌরভের সাথে।সৌরভ সাংবাদিকদের জানায়, সে জীবনে আর কোন দিন ইয়াবা খাবে না ।সে তার সহকর্মীদের ও ওই পথ থেকে ফিরে আসার আহবান জানায় ।কোথায় ও কার কাছ থেকে ইয়াবা আনে জানতে চাইলে সৌরভ জানায় বেণীপাড়ার জুনাইদের কাছ থেকে প্রতিটি ট্যাবলেট ১৫০ টাকা করে কিনে আনে ।সে জানায় জুনাইদ প্রতিদিন সন্ধ্যার পর বেণীপাড়া বিল্লাল চৌধুরীর বাড়ির পাশে বসে বিক্রি করে ।সেখান থেকে ইয়াবা সেবনকারীরা কিনে নিয়ে আসে। মামুন ব্রিক ফিল্ডের মালিক মোঃ সপিকুল ইসলাম জানান প্রতিদিন অনেক ইয়াবা সেবনকারী তার ব্রিক ফিল্ডেগিয়ে সেখানে বসে সেবন শুরু করে ।মালিক পক্ষ বাধাদিলে তাদের উপর শুরু হয় অত্যাচার নির্যাতন।তাদের ভয়ে কেউ মুখ খোলে কথা বলার সাহস পায়না

।এ বিষয়ে নাসির নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমার জানা ছিল না।এখন শুনেছি ।এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে নাসিরনগর অফিসার ইনসার্জ মো: আব্দুল কাদেরের সাথে মোবাইল ফোনে বার বার কথা বলার চেস্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।






Shares