বিভিন্ন বাহিনীর পাহারার মধ্যেও অগ্নিকাণ্ডের এ ঘটনায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে
নাসিরনগরে আবারও হিন্দু বাড়িতে রহস্যজনক আগুন
এস.এম.বদিউল আশরাফ:: আবারও নাসিনগরের হিন্দু পাড়ার একজন হিন্দু ব্যক্তির জাল রাখার ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটিকে রহস্যজনক বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এলাকাবাসী ও কিছু জনপ্রিতিনিধি।
শনিবার দিবাগত রাত সাড়ে ৫টার পশ্চিম পাড়ার ছুট্টু দাসের জাল রাখার ঘরটিতে এ ঘটনা ঘটে বলে আমাদের জানিয়েছেন নাসিরনগর থানার ওসি আবু জাফর। তিনি জানান, খবর পেয়ে আমি পৌনে ছয়টার সময় পৌঁছে দেখি আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে।
এ আগুন জন্ম দিয়েছে নতুন প্রশ্ন। কেননা, একদিকে এ ঘটনার আনুমানিক ১০মিনিট আগে স্থানীয় বাসিন্দাদের নিয়ে গঠিত ৮ সদস্যের পাহারাদার টিম সারারাত পাহারা শেষে যার যার বাড়ি প্রবেশ করেন। এমনকি ছুট্টু মিয়ার ছেলে সুজিৎ দাসও ছিলেন পাহারার কাজে। তিনিও ঘটনার ১০ মিনিট আগে ঘরে প্রবেশ করেন।
রোববার সকাল ১০টার দিকে তিনি আমাদের এ প্রতিনিধিকে বলেন, কিছুই তো বুঝলাম না। কেমনে কিতা হইল? ছুট্টু দাস বলেন, আগুনে ফটফট কইরা আওয়াজ হইতাছিল। এইটা শুইনা আমি আগুনের টের পাই। পরে চিৎকার করলে প্রতিবেশিরা আসে। সবাইরে নিয়াই আগুন নিভাই। আগুনে তার ২ লাখ টাকার জাল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দাবি করেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় বাসিন্দা পাহারা থাকা ছুট্টু দাসের জালের ঘরে আগুনের ঘটনাকে ব্যাপক রহস্যজনক করে ফেলেছে। রহস্যজনক ভাবার আরেকটি কারণ হচ্ছে- ছুট্টু দাসের বাড়িতে আগুন লেগেছে জাল রাখার ঘরে, বসত ঘরে নয়। ৫টি বাড়ির যে ছয়টি ঘরে আগুন লেগেছিল, সেটিও ছিল রান্না ঘর, লাকড়ির ঘরে আগুন। ভাইস চেয়াম্যানের বাড়িতে যে ঘরে আগুন দেয়া হয়, সে ঘরের বারান্দায় রাখা পাটকাঠিতে আগুন দেয়া হয়েছিল। অর্থাৎ শুধুমাাত্র উস্কানি দেয়ার উদ্দেশ্যেই আগুন দেয়া হয়েছে।
সরেজমিনে দেখা যায়, জাল রাখার যে ঘরটিতে আগুন লেগেছে, সে ঘরের উত্তর দিকে একটি পথ রয়েছে, এটি চলে গেছে, অতি সংলগ্ন লংগন নদীর তীরে। পশ্চিম দিকও অনেকটাই খোলা।
ঘটনাস্থলে উপস্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব এ প্রতিনিধিকে বলেন, হিন্দু ঘরবাড়ি ও মন্দিরে হামলার পর যারা আমার বাড়িসহ ছয়টি বাড়িতে আগুন দিয়েছে, তারাই এ ঘটনার সঙ্গে যুক্ত। এসব ঘটনার মধ্যে কিছু মিল রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল জ্যোতি দত্ত বলেন, কী বলব, বলার ভাষা নেই। প্রকৃত ঘটনার বিচার বাধাগ্রস্থ করতে এসব ঘটনা ঘটানো হচ্ছে।
তিনি এসব ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে বলেন, দ্রুত এসব দুষ্কৃতিকারীদের যেন সনাক্ত করে আইনের আওতায় আনা হয়। তিনি আরও বলেন, এভাবে যে আগুন দিচ্ছে, এতো তো পুরো মহল্লাই জ্বলে পুড়ে যেতে পারে।