Main Menu

জেএসসি বৃত্তি ফলাফলে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের সেরা সাফল্য

+100%-

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধিঃ ২০১৭ সালের জেএসসি বৃত্তি পরীক্ষার চুড়ান্ত ফলাফল প্রকাশে সেরা সাফল্য অর্জন করেছে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়। স্বনামধন্য এ শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিবারের ন্যায় এবারও উপজলার সকল বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৭ সালের জেএসসি পরীক্ষায় মেধা বৃত্তি ২টি, সাধারণ বৃত্তি ৭টি সহ মোট ৯টি বৃত্তি পেয়েছে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় হতে। এ বছর নাসিরনগর উপজেলা হতে মোট ১৬টি বৃত্তি পেয়েছে। মেধা বৃত্তি নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় পেয়েছে ২টি। বিজয় লক্ষী স্কুল এন্ড কলেজ ১টি। সাধারণ বৃত্তি নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় পেয়েছে ৭টি। গোকর্ণ স্কুল এন্ড কলেজ ২টি। বিজয় লক্ষী স্কুল এন্ড কলেজ ২টি। ভলাকুট কে.বি.উচ্চ বিদ্যালয় ১টি। সৈয়দ কামরুজ্জামান উচ্চ বিদ্যালয় ১টি।
এ সম্পর্কে একজন অভিভাবক মোঃ মোজাহার মোল্লা বলেন, শিক্ষকদের সৃজনশীল ভূমিকার জন্যই প্রতিবারের ন্যায় এবারও ভাল ফলাফল করেছে। আমার মেয়ে তাবাস্সুম মেধা বৃত্তি পাওয়ায় স্কুলের সকল শিক্ষককে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।
আশুতোষ স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম বলেন, ছাত্র-ছাত্রীদের সকল অভিভাবকদের আন্তরিক প্রচেষ্ঠায় ও সহযোগিতা ছিল বলেই স্কুলের ছাত্র-ছাত্রীরা ভাল ফল করছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাকসুদুর রহমান বলেন, নাসিরনগর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আরো ভাল ফলাফল করবে এটাই প্রত্যাশা।






Shares