রাজাকার পুত্রের হাতে আইনজীবি লাঞ্চিত,বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
সংবাদদাতা ॥ নাসিরনগর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়তের পিতা মোঃ অন্তর আলী রাজাকার এই মর্মে ফেসবুকে একটি সংবাদ স্ট্যাটাস দেয়া হয়। জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ,উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন এ স্ট্যাটাস লাইক ও শেয়ার করার অভিযোগে শনিবার সকালে স্থানীয় চৈয়ারকুড়ি বাজারে গেলে সুবোধের ফার্মেসীতে তাকে দেখা মাত্রই অন্তর আলী রাজাকারের ছেলে যুবলীগ নেতা আমিনুল ইসলাম বেলায়েত এডভোকেট আব্বাস ও তার ভাই মোবারক হোসেন ইলিয়াছের উপর চড়াও হয়ে হামলা চালায়। এর প্রতিবাদে এলাকাবাসি বিকালে নুরপুর মোড় বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চৈয়ারকুড়ি যাওয়ার চেষ্ঠা করলে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে মিছিলটি স্থানীয় গরুর বাজার এসে শেষ হয়। পরে এক প্রতিবাদ সমাবেশে বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের সভাপতিত্বে আবদুস সামাদ রতনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শহীদুল হাফিজ মাস্টার,মোঃ আক্তার হোসেন,আবুল কাসেম,এডভোকেট আব্বাস উদ্দিন,প্রভাষক মাইনুদ্দিন ভুইয়া,মহিদুজ্জামান টিটু,মাসুক আল মামুন প্রমূখ। বক্তারা এডভোকেট আব্বাস উদ্দিন ও তার ভাই মোবারক হোসেন ইলিয়াছের ওপর হামলার তীব্র নিন্দাসহ আমিনুল ইসলাম বেলায়েতকে উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও গুকর্ণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিস্কারের আহবান জানান। রাত ৮টা পর্যন্ত চলে প্রতিবাদ সমাবেশ। জানা গেছে গত ৭ ফেব্রুয়ারী নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও ২২ ফেব্রুয়ারী ব্রাক্ষণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে নাসিরনগর উপজেলার দুই রাজাকারের সন্তানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ বরাবর পৃথক দুটি চিঠি প্রেরণ করেন। ওই ঘটনার সূত্র ধরে বাংলাদেশ ঘাতক দালাল নিমূর্ল কমিটি গনজাগরণ মঞ্চ ও মুক্তিযোদ্ধা সংসদ সহ সর্বস্তরের মানুষ প্রথমে নাসিরনগর শহীদ মিনার প্রঙ্গনে পরে ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রেসক্লাব ও ঢাকা সিলেট মহাসড়কের বিশ^রোড চৌরাস্তার মোড়ে কয়েক হাজার লোকের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল,প্রতিবাদ সমাবেশ ও মানব বন্দন অনুষ্ঠিত হয়। পরে দুই রাজাকার সন্তানের বিষয়ে ব্রাক্ষণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করে তারা।