Main Menu

উচ্ছেদকারীদের রেখেই ফের দখল

+100%-

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃসরাইলে সড়ক ও জনপথের উচ্ছেদকারী কর্মকর্তাদের এলাকায় রেখেই ফের দখল কাজ শুরু করে দখলবাজরা। গতকাল দুপুরে উপজেলার কালিকচ্ছ এলাকায় এ ঘটনা ঘটে। সরজমিনে দেখা যায়, অতি সম্প্রতি সরাইল- নাসিরনগর সড়কের দুই পাশে উচ্ছেদ অভিযানে সওজের জায়গা থেকে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান ঘুড়িয়ে দিয়েছিল কর্তৃপ্ক্ষ। সেই জায়গায় আবার অস্থায়ী স্থাপনা নির্মাণ করে দখলে নিয়েছে অবৈধ দখলদাররা। গতকাল দুপুরে জেলা সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী আমির হোসেনের নেতৃত্বে ফের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় বেশ কয়েকটি দোকান নিজেরাই সরিয়ে নেন দখলদাররা। কিছু দোকান সরিয়ে ভিট গর্ত করে দেন সওজের লোকজন। পরে সওজের লোকজন গাড়িতে উঠে বসার আগেই ফের বাঁশ ও পলিথিন দিয়ে অবৈধ স্থাপনা নির্মাণের কাজে ব্যস্ত হয়ে পড়েন দখলদাররা। আর এক অপরকে বলতে থাকেন ‘ইউএনও চেয়ারম্যান অফিসে আছেন। তিনি যাওয়ার পর বাকি কাজ করিও। আরে আগের মত সওজের হুমায়ুনকে কিছু টাকা দিলেই আবার দখল করা যাবে।






Shares