Main Menu

সরাইলে শান্তিপূর্নভাবে দুইদিনের মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ::ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল শনিবার দ্বিতীয় দিনের মত বাংলা ২য় পত্র এবং ভোকেশনাল ইংরেজী-২ পরীক্ষা  শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার মোট ৪টি কেন্দ্রে ১৪৫৩ জন শিক্ষার্থী চলমান এসএসসি পরীক্ষা অংশ গ্রহন করছে। এদের মধ্যে ছাত্র ৬৫১ জন এবং ছাত্রী ৮০২ জন। সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭২৭জন, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৩৯ জন, অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৫৯ জন এবং এম এ বাশার আইডিয়াল ইনস্টিটিউট(ভোকেশনাল) কেন্দ্রে ১২৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এ ব্যাপারে সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মো: সাইদুর রহমান বলেন, উপজেলার ৪টি কেন্দ্রেই গত শুক্র ও শনিবার শান্তিপূর্নভাবে পরীক্ষা নিতে পেরেছি। এ জন্য স্থানীয় বিজিবি, নির্বাহী কর্মকর্তা, অফিসার ইনচার্জ ও সকল শিক্ষকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।






Shares