Main Menu

সরাইলে শেখ হাসিনার ৭৪তম জন্ম বার্ষিকী পালিত

+100%-
মোহাম্মদ মাসুদ, সরাইল৷    বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশের চারবারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্ম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে স্থানীয় আওয়ামীলীগ। সোমবার দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগের আহবায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩১২ (সংরক্ষিত) আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ।  আ’লীগ নেতা অ্যাডভোকেট জয়নাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- আ’লীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রাশেদ, ফরহাদ রহমান, সরাইল উপজেলা নির্বাহী কমর্কতা এ এস এম মোসা, সরাইল উপজেলা সহকারি কমিশনার ভুমি ফারজানা প্রিয়াংকা,  মো, মিজানুর রহমান, রফিকুল ইসলাম খোকন প্রমূখ।
 প্রধান অতিথি বলেন, দেশকে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল ভাবে পরিচালনা করে ইতিহাস সৃষ্টি করেছেন জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি করোনা কালে দেশের সকল শ্রেণি পেশার মানুষকে সহায়তা করেছেন। মমতাময়ী মা শেখ হাসিনার কাছেই এইদেশ ও দেশের মানুষ নিরাপদ। আজ উনার ৭৪তম জন্মদিনে আমরা তাঁর দীর্ঘায়ু কামনা করছি। পরে দোয়া করা হয়। এছাড়াও যুবলীগ নেতা হাফিজুল আসাদ সিজার ও মফিজুর রহমান রনির উদ্যোগে শেখ হাসিনার জন্ম দিন উপলক্ষে মসজিদে মিলাদ ও দোয়ার মাহফিল হয়েছে। পরে তারা উপজেলা চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে। এসময় যুবলীগ নেতা আল এমরান ও জাকির হোসেনও উপস্থিত ছিলেন।





Shares