Main Menu

সরাইলে মেঘনার ভাঙ্গনে চাতাল কল সহ প্রায় ১০টি প্রতিষ্ঠান মেঘনা গর্ভে বিলীন

+100%-

সরাইল প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পানিশ্বর এলাকায় প্রতিবছর বর্ষাকালে মেঘনা নদীর ভাঙ্গনে তীরবর্তী এলাকার মানুষের ঘর, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও জমি ভেঙ্গে মেঘনায় বিলীন হচ্ছে । এতে বাড়ী ঘর ব্যাবসা প্রতিষ্ঠান হারিয়ে এখন অনেকেই মানবেতর জীবন যাপন করছে। বেকার কর্মহীন হয়ে পড়ছে মেঘনার তীরবর্তী এলাকার শত শত পরিবার । প্রতিবছরের মত এবারও বর্ষায় পানিতে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। ওই এলাকার চাতাল কল,মাদ্রাসা ,বাড়ীঘর সহ প্রায় ১০টি প্রতিষ্ঠান মেঘনা গর্বে বিলীন হয়ে গেছে।ভাঙ্গনের কবলে এলাকাটি।
গত বৃহস্পতিবার সরাইল উপজেলার পানিশ্বরে মেঘনা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ। এসময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস, পানিশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দ্বীন ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সংসদ সদস্য শিউলি আজাদ বলেন, মেঘনা নদীর ভাঙ্গন প্রতিরোধে প্রায় ৮৮ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে জমা দিয়েছি। তা অনুমোদন হলে নদী ভাঙ্গন প্রতিরোধে ব্যাপক উন্নয়ন হবে বলে তিনি আশা করেন।






Shares