Main Menu

সরাইলে মুক্তিযোদ্ধাদের এমপি শিউলিকে ‘বর্জন’ কর্মসূচি ঘোষণা

+100%-

সরাইল উপজেলার মুক্তিযোদ্ধারা সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদের কোনো অনুষ্ঠানে থাকবেন না। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে নবাগত ইউএনও আরিফুল হক মৃদুলের সঙ্গে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধারা এই ‘বর্জন’ কর্মসূচি ঘোষণা করেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইসমত আলীর সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেব, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আহমেদ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবদুর রাশেদ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন, মুক্তিযোদ্ধা কামাল খাঁ, যুবলীগ নেতা মাহফুজ আলী প্রমুখ।

মুক্তিযোদ্ধারা এমপি শিউলির কিছু বিষয়ে ক্ষুব্ধ। তারা নতুন করে আবার যাচাই-বাছাইয়ের বিরুদ্ধে। মুক্তিযোদ্ধারা বলেন, এমপি শিউলি সরাইলে যাচাই-বাছাই কমিটির সদস্য হিসেবে যার নাম প্রস্তাব করেছেন তিনি অমুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুর অন্যতম খুনি তাহের উদ্দিন ঠাকুরের আত্মীয়। এই লোকটি কয়েক দিন আগে কৌশলে মুক্তিযোদ্ধা তালিকায় ঢুকাচ্ছেন। আমারা তাকে মেনে নিতে পারি না। শিউলি আজাদ সরাইলের এক অনুষ্ঠানে কয়েকজন মুক্তিযোদ্ধাকে উত্তরীয় পরিয়ে দেননি। অথচ সম্প্রতি আশুগঞ্জে এক অনুষ্ঠানে জামায়াতের আমিরকে সংবর্ধনা দিয়েছেন।
ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা বলেন, নানা কৌশলে অনেক অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছেন। তারাই আজ প্রকৃত মুক্তিযোদ্ধা কে, সেই সিদ্ধান্ত দেবেন। আমাদের জন্য এটা অত্যন্ত অপমান করা। আমাদের শেষ বেলায় যাচাই-বাছাইয়ের নামে চিন্তায় ফেলেছে। রাজাকারের উত্তরসূরিরা আজ সরকারের ভিতরে কৌশলে প্রবেশ করছে। এরাই সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করছে। ৭১ এ বুকে বুলেট নিয়েছি। পরাজিত হইনি। এখনো রাজাকারের কাছে পরাজিত হব না।






Shares