সরাইলে মহান বিজয় দিবস উদযাপিত
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। আজ সকাল সূর্যোদয়ের সাথে সাথে ২১বার তোপধব্বনীর মাধ্যামে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বেধীতে ফুলের শুভেচ্ছা জানান হয়,সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সরাইল অন্নদা মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয় সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ,এস এম মোসার সভাপতিত্বে স¦াগত বক্তব্যে রাখেন, সংর্বধনা অনুষ্ঠানের বাস্তবায়ন কমিটির আহবায়ক ও উপজেলা সমাজসেব কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারত হাফানিয়া ক্যাম্প ইনচার্জ আব্দুল হালিম, বিশেষ অতিথি ছিলেন সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভুঁইয়া , উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর , সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমত আলী, ১৯৭১ সালে যুদ্ধাকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা আবদুল্লাহ ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সদস্য মুক্তিযোদ্ধা এ আই মনোয়ার উদ্দিন মদন ও মুক্তিযোদ্ধা মোঃ ছাদেক মিয়া প্রমুখ। অনুষ্টান পরিচালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন ।