সরাইলে মসজিদে জীবাণুনাশক স্প্রে ছিটালো- ব্র্যাক
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মসজিদে প্রবেশকারী মুসল্লীদের মাঝে জীবাণুনাশক স্প্রে ছিটিয়েছে ব্র্যাকের কর্মীরা।
শুক্রবার (৩ এপ্রিল) জুম্মার নামাজের সময় উপজেলার কুট্রাপাড়ার আশপাশের এলাকার মসজিদ গুলোকে জীবাণূ মুক্ত রাখতে এ কার্যক্রম পরিচালনা করেন ।
ব্র্যাকের সদস্যরা বলেন ‘করোনায় যাতে সাধারণ মানুষ কষ্টে না পড়ে এ জন্য ব্রাকের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এবং পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা হয়েছে।
ব্র্যাকের সরাইল শাখার ব্যবস্থাপক খলিলুর রহমান বলেন, ব্র্যাকের পক্ষ থেকে এলাকায় মাইকিংয়ের মাধ্যমে করোনা ভাইরাসের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। ব্র্যাকের কর্মীরা বিভিন্ন এলাকায় গিয়ে হাতে লিফলেট বিতরণ, হাত ধোয়া, গ্রাহকদেরকে মোবাইলে পরার্মশ ব্যবসা প্রতিষ্টানের সামনে চিত্র একে দেয়া হয়েছে ।
(পরের সংবাদ) গণপরিবহন বন্ধের সময়সীমা ১১ এপ্রিল পর্যন্ত বাড়লো »