Main Menu

সরাইলে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন রাসেল মিয়া (৩৫) উপজেলা সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া গ্রামের আবুল কাশেম এর ছেলে ও লুৎফর রহমান (৩০) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাঁটিহাতা গ্রামের মো.রৌশন আলীর ছেলে ও একই এলাকার উম্মেদ আলীর ছেলে মো. জুবায়ের (২৫)।

জানা যায়, সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্বে অবস্থিত ভিক্টর ব্যাগ ফ্যাক্টরি লিঃ এর সম্মুখ হইতে অনুমান ৫ শত গজ পশ্চিম দিকে মহাসড়কের উত্তর পার্শ্বের রাস্তায় একত্রিত হয়ে ডাকাতের প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত), আ.স.ম আতিকুর রহমান নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/জয়নাল আবেদীন-২, এসআই (নিরস্ত্র)/রহমান খান পাঠান, এএসআই (নিরস্ত্র)/ মোঃ সফিউল ইসলাম, এএসআই (নিরস্ত্র)/রুবেল আখন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে ডাকাত দলের তিন সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করে।

সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।






Shares