Main Menu

সরাইলে আইন-শৃঙ্খলা সভায় বিদ্যুৎ প্রকৌশলীর অপসারণ দাবি

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল। সরাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বিদ্যুতের ভিলকিবাজি ও সরাইলে বিদ্যুত সরবরাহ বন্ধ থাকায় সরাইল উপজেলা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবি করেন ও ক্ষোভ ঝাড়লেন বক্তারা। সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে ২১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে দশটায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল হক মৃদুলে’র সভাপতিত্বে সভায় উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর।

সভায় বক্তারা বলেন, উপজেলার বিদ্যুৎ গ্রাহকদের অস্বাভাবিকভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে। অতীতের যে কোনো সময়ের রেকর্ড ভঙ্গ করেছে বর্তমান প্রকৌশলী যোগদান করার পর। এদিকে বিদ্যুৎ নেই গরমের মানুষের ভোগান্তি হচ্ছে। প্রকৌশলীর সরকারি নাম্বারে ফোন দিলে ফোনে পাওয়া যায় না। বিদ্যুৎ অফিসে গিয়ে কোনো সদুত্তর না পাওয়ায় গ্রাহকরা দিশেহারা হয়ে শনিবার শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন ভুক্তভোগী জনতা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কাছে দৌঁড়ঝাপ শুরু করেন। গ্রাহকদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্রুত বিদ্যুৎ সমাধান করতে আইন শৃঙ্খলা সভার রেজুলেশনের মাধ্যমে জোর দাবি করেন বক্তারা। পাশাপাশি বর্তমান নির্বাহী প্রকৌশলী অপসারণ করার প্রস্তাবও দেয়া হয়।

সভার সভাপতি নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল বলেন, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাথে আলোচনা করে সমস্যাটি দূর করবেন। এ সময় শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রাজিব আহমেদ রাজ্জির বক্তব্যের সময় সভায় হট্টগোল শুরু হয়। পরে উপস্থিত সকলকে শান্ত করেন আইন-শৃংখলার সভার সভাপতি ইউএনও মো. আরিফুল হক মৃদুল। এছাড়া সরাইলে আসন্ন দুর্গাপুজা উপলক্ষে বিদ্যুতের সরবরাহ চালু রাখতে ও এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের প্রতি সভায় আহবান জানানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন আইনশৃঙ্খলা সভায় সবার সাথে পরিচয় হয়ে বলেন, আমি আপনাদের উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছি। আপনাদের সকলের সঙ্গে আমার পরিচয় হয়নি আজ পরিচয় হয়েছে অনেক, ভালো লাগলো। আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করি। আরো বক্তব্য রাখেন, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মো. আবু হানিফ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: রোকেয়া বেগম, সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন।

এছাড়াও সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সরাইল উপজেলা বিক্রয় ও বিতরণ বিভাগের উপ- সহকারী প্রকৌশলী মো. সুমন হোসেন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. ফাতেমা বেগম, ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, চুন্টা ইউপি চেয়ারম্যান শেখ মো. হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুদ মজুমদার, অরুয়াইল বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আবু তালেব মিয়াসহ বিভিন্ন কর্মকর্তা, কমিটির সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তব্যে এলাকায় মাদক, চুরি, ডাকাতির জুয়া, বন্ধের কথা তুলে ধরেন।






Shares